Scout Salute | Saluting Process | Meaning

 স্কাউট সালাম

পরস্পরের সঙ্গে সালাম বিনিময় সভ্যতার একটি সুন্দর নিয়ম। সালাম একের সঙ্গে। অপরকে বন্ধুত্ব ও আন্তরিকতায় আবদ্ধ করে। স্কাউটরা নিজস্ব পদ্ধতিতে পরস্পরের সঙ্গে ডান হাতের তিন আঙ্গুল দিয়ে সালাম প্রদান এবং গ্রহণ করে থাকে। এটা স্কাউট আন্দোলনের একটি অনন্য বৈশিষ্ট্য যা অন্য কোন আন্দোলনে নেই ।



স্কাউট সালাম দেয়ার পদ্ধতি

(১) ডান হাতের তিন আঙ্গুল (তরুনি, মধ্যমা, অনামিকা) কে পাশাপাশি রেখে বৃদ্ধাঙ্গুলির সম্মুখ ভাগ দিয়ে কনিষ্ঠ আঙ্গুলের উপর চেপে ধরতে হবে ।

(২) হাত কাঁধ বরাবর উঠিয়ে তর্জনির অগ্রভাগ ডান চোখের ভ্রুর শেষ প্রান্তে স্পর্শ করে স্কাউট সালাম দেওয়া হয়।


(৩) স্কাউট সালাম দেওয়ার সময় হাত পাশে যতটুকু প্রসারিত করা যায় ততটুকু প্রসারিত করে ওপরে উঠাতে হবে। 

(৪) আবার হাত নামানোর সময় যত অল্প জায়গা নিয়ে নামাতে পারা যায় ততটুকু অল্প জায়গা নিয়ে হাত নামাতে হবে।

সালাম করার সময় এবং হাত নিচে নামানোর সময় মনে রাখতে হবে যতখানি সম্ভব দূরত্ব নিয়ে হাত উঠাতে হবে এবং যতখানি সম্ভব পা ঘেঁষে নামাতে হবে । ইংরেজীতে যাকে বলে Longest way up and shortest way down.'


স্কাউট সালামের ব্যবহার

সালাম বিনিময়ের ক্ষেত্রে ছোট-বড় এর মধ্যে কোন ভেদাভেদ নেই। স্কাউট পোশাক পরিহিত অবস্থায় দেখা হলে একজন স্কাউট অপরজনকে সালাম জানাবে। যে আগে দেখবে তাকেই আগে সালাম দিতে হবে। যাকে সালাম দেয়া হচ্ছে সে সালামের প্রতি উত্তরে সালাম দিয়ে হাত নামানোর আগ পর্যন্ত যে সালাম দিয়েছে সে হাত উঠানো অবস্থাতেই থাকবে। কোন স্কাউট অনুষ্ঠানে পতাকা উত্তোলন করা হলে পতাকা শীর্ষে পৌঁছানো মাত্র পতাকাকে স্কাউট সালাম দিতে হবে। দলগতভাবে পতাকা উত্তোলনের সময় নেতা বা অনুষ্ঠান পরিচালানাকারীর আদেশে এক সাথে হাত তুলে সালাম প্রদর্শন ও এক সাথে সবাইকে হাত নামাতে হবে।


স্কাউট সালামের অর্থ

১। স্কাউট সালামের সময় তর্জনি, মধ্যমা এবং অনামিকা পাশাপাশি অবস্থান করে স্কাউট প্রতিজ্ঞার তিনটি অংশকে স্মরণ করিয়ে দেয়। দীক্ষা গ্রহণের সময় সে যে প্রতিজ্ঞা গ্রহণ করেছে তা সে নিজের দৈনন্দিন জীবনে বাস্তবায়নে সাধ্যমত চেষ্টা করে। প্রতিবার সালামের সময় একজন স্কাউট তার দীক্ষা গ্রহণের সময় সেই প্রতিজ্ঞার কথাই স্মরণ করে।

২। সালামের প্রতি উত্তরে সেও তার দীক্ষা গ্রহণ কালের স্কাউট প্রতিজ্ঞার কথাই স্মরণ করে।

৩। বৃদ্ধাঙ্গুলি সবলের প্রতীক। প্রতিটি আঙ্গুলির ওপর এর কর্তৃত্ব রয়েছে। একমাত্র বৃদ্ধাঙ্গুলই হাতের প্রতিটি আঙ্গুলকে স্পর্শ করতে পারে। দৈনন্দিন কাজকর্মে এই আঙ্গুলেরই প্রয়োজন সর্বাধিক। আর কনিষ্ঠ আঙ্গুল হাতের ওপর আঙ্গুলগুলির মধ্যে সর্বাধিক দুর্বল। দৈনন্দিন কাজকর্মেও এর ব্যবহার খুব কম। স্কাউট সালামের সময় বৃদ্ধঙ্গুলি চেপে রাখার অর্থ সবল দুবলকে বুকে আঁকড়ে রাখবে। এছাড়া বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে রাখার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাতে মনে হয় যে, অবশিষ্ট তিনটি আঙ্গুলি একটি বেষ্টনিতে আবদ্ধ রয়েছে অর্থাৎ প্রতিজ্ঞার তিনটি অংশ পরস্পর অভিন্ন ।

৪। বৃদ্ধা ও কনিষ্ঠ আঙ্গুলি জড়িয়ে ধরার ফলে যে বৃত্ত সৃষ্টি হয় তাকে বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক হিসেবেও ধরা হয়। সারা দুনিয়ার দীক্ষা গ্রহণকারী স্কাউট একই পদ্ধতিতে স্কাউট সালাম প্রদর্শন করে থাকে। দীক্ষা গ্রহণকারী সকল স্কাউট একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আর এর মাধ্যমেই গড়ে উঠেছে বিশ্বব্যাপী এক স্কাউট পরিবার ।

৫। সালাম দেওয়ার সময় ভুরুর শেষভাগ তর্জনির ডান পাশ স্পর্শ করে। এতে মধ্যমে স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী থাকে। এর অর্থ হলঃ একজন স্কাউটের আশা আকাংক্ষা ঊর্ধ্বমুখী।


No comments

Powered by Blogger.