Log Book | Rover Scout | Rover Program
লগ বই
একজন রোভার সহচর রোভার স্কাউট ইউনিটে যোগদানের প্রথম দিন থেকে থেকে তার সকল প্রকার স্তর ও ব্যাজভিত্তিক প্রোগ্রামের রেকর্ড লগ বইতে ধারাবাহিকভাবে সংরক্ষণ করবে।
• একজন রোভার স্কাউট যেন তার নিজ লগ বই তৈরিতে সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারে, তাই এর নির্দিষ্ট কোন ফর্মেট নেই। তবে নিম্নবর্ণিত কিছু সর্বজনগ্রাহ্য সাধারণ নিয়মাবলি আছে:
• লগ বই যথাসম্ভব সংক্ষিপ্ত হতে হবে। লগ বই রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী ধারাবাহিকভাবে লিখতে হবে।
• লগৰই নিজ হাতে লিখাই শ্রেয়। তবে প্রয়োজনে সর্বোচ্চ ৪০% পর্যন্ত কম্পিউটার কম্পোজ হতে পারে।
• শুধু প্রয়োজনীয় ক্ষেত্রে কার্যক্রমের ছবি, সনদপত্রের অনুলিপি ইত্যাদি যুক্ত করতে হবে । এতে লগ বইয়ের মান বৃদ্ধি পাবে। • সম্পূর্ণ লগ বই নিজে প্রণয়ন করতে হবে এবং ‘স্কাউট মিতব্যয়ী' এই বিষয়টি বিবেচনায় রেখে লগবই লিখার কাজ সম্পন্ন করা।
• লগ বইয়ের এক দিকে লেখা যাবে, অপর পার্শ্বে কেবলমাত্র প্রাসঙ্গিক ছবি বা সনদের কপি সংযুক্ত করা যাবে। • প্রতিটি স্তর ও ব্যাজের লগ বইয়ে রোভার স্কাউট লিডার ও অন্যান্য সংশ্লিষ্টদের মতামতসহ অনুমোদন গ্রহণের জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে।
• মাই প্রোগ্রেসের সাথে মিল রেখে লগ বই হালনাগাদ রাখতে হবে।
• রোভার স্কাউট লিডার এই লগ বই যাচাই করবেন এবং প্রয়োজনীয় মন্তব্যসহ স্বাক্ষর প্রদান করবেন। রোভার স্কাউট ইউনিট, জেলা রোভার স্কাউটস, আঞ্চলিক স্কাউটস ও জাতীয় সদর দফতরের বিভিন্ন মূল্যায়নে এই লগ বই ব্যক্তিগত রোভার স্কাউট কার্যক্রমের রেকর্ড হিসেবে বিবেচিত হবে।
• প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকালে একজন রোভার স্কাউটের লগ বই ইউনিট, জেলা স্কাউটস ও আঞ্চলিক স্কাউটস এর মাধ্যমে জাতীয় সদর দপ্তরে প্রেরণ করতে হবে।
No comments