কন্টেন্ট রাইটিং ওয়াকর্শপ-২
লেখনীর মাধ্যমে মনের ভাব প্রকাশের নেই কোন সুনির্দিষ্ট নিয়ম । তবে প্লাটফর্মের ভিন্নতায় পাঠকের কাছে নিজের লেখাকে সুখপাঠ্য, আকর্ষণীয় ও মাধুর্যপূর্ণ করার জন্য রয়েছে ব্যাকরণগত নানান কৌশল । আপনার লেখালেখির দক্ষতাকে শুদ্ধ, সুবিন্যস্ত ও নিপুণ করতে বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ ও মার্কেটিং বিভাগ আয়োজন করতে চলেছে রোভার (সদস্য ও প্রশিক্ষণ স্তর)
এবং লিডারদের জন্য "কনটেন্ট রাইটিং ওয়ার্কশপ-২"।
ওয়ার্কশপটিতে অংশগ্রহণে আগ্রহী হলে, গুগল ফর্মের মাধ্যমে আপনার বিস্তারিত তথ্য আজই পাঠিয়ে দিন আমাদের কাছে ।
আবেদনের শেষ তারিখ:
১০ সেপ্টেম্বর ২০২২ (শনিবার)
ফর্ম লিংক: https://forms.gle/Jd4my4aHFiAkkEiE8
বিঃদ্রঃ পূর্বে যারা কনটেন্ট রাইটিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই ।
© জনসংযোগ ও মার্কেটিং বিভাগ
© Bangladesh Scouts
No comments