কোভিড-১৯ সচেতনতা কুইজ
সম্প্রতি কোভিড ১৯ ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে আবার। তাই আমাদেরও নিতে হবে প্রতিরোধমূলক পদক্ষেপ।
কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধী টিকা মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমালেও পুনরায় কোভিড ১৯ আক্রান্ত হওয়া থেকে পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। তাই টিকা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগণ্য হলেও মনে রাখতে হবে যে কোভিড ১৯ আক্রান্ত হলে শরীরে আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা হতে পারে, যেতে হতে পারে হাসপাতালেও। তাই কোভিড ১৯ থেকে বাঁচতে ঘরের বাইরে বের হলে, কিংবা কোভিডের কোন লক্ষণ দেখা দিলে বাসাতেও পড়তে হবে মাস্ক।
কোভিড ১৯ প্রতিরোধী টিকা দেয়া থাকলেও কেন মাস্ক পড়া প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের কমিকস 'করোনা ঠেকাতে মাস্ক পরি' পড়ুন Amio Shunagorik-আমিও সুনাগরিক ওয়েবসাইটে (https://shunagorik.net/2022/03/04/covid19-awareness)।
কমিকস শেষে আসবে একটি কুইজ। কুইজটি খেলে বুঝে নিন আপনার সার্টিফিকেট এবং তা শেয়ার করুন নিজের ওয়ালে #Covid19AwarenessQuiz ও #AmioShunagorik- এই দুইটি হ্যাশট্যাগ দিয়ে। সেরা তিন কুইজার পাবেন আমিও সুনাগরিকের গিফট হ্যাম্পার।
Courtesy: Bangladesh Scouts
No comments